মো. মহসিন রেজা,শরীয়তপুর।।
১৭ মার্চ বাঙালি জাতির জন্য স্মরণীয় এক দিন, ১৯২০ সালের এই দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই ১০১ তম জন্মদিন নানান আয়োজনের মধ্যে দিয়ে শরীয়তপুরে উদযাপিত হলো।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন উপলক্ষে শরীয়তপুর জেলাপ্রশাসকের কার্যালয় সম্মুখস্থ জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ পারভেজ হাসান।
পরবর্তীতে জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি অফিস, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, রাজনৈতিক অঙ্গসংগঠন সহ বিভিন্ন স্তরের সাধারন মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতার জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও এসডিএস এর যৌথ আয়োজনে কিশোর-কিশোরী ও যুব ক্লাবের সদস্যদের অংশগ্রহণে কালেক্টরেট পাবলিক হাই স্কুল মাঠে কারাতে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জনাব এস.এম আশরাফুজ্জামান।
এছাড়া অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) আসমাউল হুসনা লিজা,অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) তৌছিফ আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই, এনজিও প্রতিষ্ঠান এসডিএস এর নির্বাহী পরিচালক রাবেয়া বেগম, স্কুলের শিক্ষকবৃন্দ সহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।