নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ মৃত্যুবরণ করায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি’র দায়িত্বপ্রাপ্ত হন জননেতা গাজী মেজবাউল হোসেন সাচ্চু। তাঁর নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ায় আজ (২৬ জুলাই) মঙ্গলবার সকাল ১১ টায় ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।