নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর লাকী বাজার থেকে ৬ জুয়ারী গ্রেফতার হলেও জুয়ার আসরের শেল্টারদাতা মমিনুল আলম পুষণ ওরফে বাবা পুষণ এখনো রয়েছে অধরা। সোমবার (৫ জুলাই) রাত সাড়ে দশটার দিকে ফতুল্লা থানার কুতুবপুর লাকী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে জুয়ার আসর থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে জুয়া খেলার এক বান্ডেল তাস ও নগদ ১৮ হাজার ৪শত টাকা উদ্ধার করে র্যাব—১১ এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো— ফতুল্লা মডেল থানার কুতুবপুর লাকী বাজার এলাকার মৃত কাদের মিস্ত্রীর পূত্র আলম হোসেন (৪৫), আসন আলীর পুত্র রাফেত আলী (৪৭), সিদ্ধিরগঞ্জ থানার শান্তি নগরের জহিরুল হকের পুত্র জাহিদুল ইসলাম অপু (৩৫) ও মোঃ মুন্না (২৮), একই থানার এনায়েতনগর এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র সুমন (৪২) ও মোঃ নাসির মিয়ার পুত্র ফজর আলী (৫০)।স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম এনায়েতনগর এলাকার মোবারক হোসেনের পূত্র কথিত যুবলীগ নেতা মমিনুল আলম পুষণ ওরফে বাবা পুষণ ও তার সহযোগীদের শেল্টারে দীর্ঘদিন যাবত পশ্চিম এনায়েতনগর ও কুতুবপুর লাকী বাজার এলাকার কয়েকটি বাড়িতে প্রতিরাতে জুয়ার আসর বসে। বিভিন্ন এলাকা থেকে আগত জুয়ারীদের জুয়া খেলার ব্যবস্থা করে দিয়ে জুয়ার বোর্ড থেকে টাকার ভাগ নেয় মমিনুল আলম পুষণ। এছাড়াও এসব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরধারী কম থাকায় মমিনুল আলম পুষণ ওরফে বাবা পুষণ গড়ে তুলেছে ইয়াবা, হেরোইন, গাজা ও ফেন্সিডিলসহ রমরমা মাদক ব্যবসা। ৬ জুয়ারী আটকের ঘটনায় র্যাব—১১ বাদী হয়ে জুয়া আইনে মামলা দায়েরসহ আসামীদের ফতুল্লা মডেল থানায় সোপর্দ করেছে।