নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের ফতুলা মডেল থানাধীন চাঁনমারী মাউরাপট্টি সেকশনমাঠ এলাকা হতে কিশোর গ্যাং এর অপহরণকারী ১১ জনকে গ্রেফতার র্যাব। গত শনিবার(৯ অক্টোবর) দিবাগত রাতে র্যাব-১১’র একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে এলাকায় ত্রাস ও জনমনে ভয়ভীতি সৃষ্টিকারী কিশোর গ্যাং ১১ সদস্যকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলো -মোঃ রাসেল মিয়া @ রাসেল (১৮), মো: জালাল (১৮), মো: আমিনুল ইসলাম (২৩), মো: জনি @ শফিকুল ইসলাম (১৮), মো: জাকির হোসেন @ জাকির (১৮), মো: আনোয়ার (১৮), মো: জুয়েল রানা (২২), মো: আবু নাঈম (১৮), মো: ফেরদৌস ইসলাম (১৮), মো: আব্দুলাহ @ শুভ (২৪) ও মো: সাইফুল ইসলাম @ শান্ত (১৮)’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানাযায়, তারা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং গ্র“পের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবৎ রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। এছাড়াও ওই এলাকায় কোন অপরিচিত লোক আসলে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক ছিনিয়ে নেয়।
জানাগেছে, গত ৮ অক্টোবর কিশোর গ্যাং গ্র“পের উক্ত সদস্যরা অপর এক কিশোরকে অপহরণ করে চাঁনমারী মাউরাপট্টি সেকশনমাঠ এলাকায় একটি পরিত্যক্ত ভবনে আটকে রাখে এবং মারধর করে তার কাছে থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে ভিকটিম এর মায়ের কাছে ফোন করে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ভিকটিম এর মা ১০ হাজার টাকা দিবে বলে জানায়। তারপর ভিকটিমের মা র্যাবের কাছে একটি অভিযোগ করে। ভিকটিম মায়ের অভিযোগের ভিত্তিতে র্যাব-১১ ঘটনার সত্যতা পেয়ে। গত ৯ অক্টোবর দিবাগত রাতে র্যাব-১১ এর বিশেষ একটি আভিযানিক দল ভিকটিমকে উদ্ধার করে, উক্ত কিশোর গ্যাং’র ১১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেন।
এবিষয়ে র্যাব-১১’র সিনিয়র এএসপি মো: সুমিনুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়গঞ্জের ফতুলা থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।