মোঃ গোলাম মোস্তফা,নান্দাইল♦♦
নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরকামটখালী মাতৃছায়া বৃদ্ধাশ্রমে ঈদ উপহার দিলেন প্রবাসী নজরুল ইসলাম।
গতকাল (৯ এপ্রিল) মঙ্গলবার নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরকামটখালী গ্রামে প্রতিষ্ঠিত মাতৃছায়া সমাজকল্যাণ বৃদ্ধাশ্রমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের টেকা পাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ নজরুল ইসলাম ঈদ সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আকতার হোসেন ভূঁইয়া শরীফ, বীরকামটখালী দক্ষিণ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা ও বৃদ্ধাশ্রম এর পরিচালক মোঃ রফিকুল ইসলাম। ঈদ সামগ্রীর মধ্যে ছিল শাড়ি লুঙ্গি সেমাই ও চিনি।
এ সময় বৃদ্ধাশ্রমের পরিচালক মোঃ রফিকুল ইসলাম দেশের বিত্তবানদের প্রতি বৃদ্ধাশ্রমের বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য সহযোগিতার আহ্বান জানান।