হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বায়তুল মোকাররম ও পল্টন এলাকায় নাশকতার অভিযোগে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) রাজধানীর পল্টন থানায় ভুক্তভোগী একজন ব্যবসায়ী বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
খন্দকার আরিফ-উজ-জামানের দায়ের করা অভিযোগে মাওলানা মামুনুল হকসহ আরও আসামি করা হয়েছে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা লোকমান, মাওলানা নাসির উদ্দিন ও নায়েবে আমির মাওলানা বাহাউদ্দীন জাকারিয়াকে।