নিজস্ব প্রতিবেদক◊◊
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত করা হয়।
আজ (১ ডিসেম্বর) বিকাল ৪ টায় চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নগরীর রীমা কমিউনিটি সেন্টার হল রুমে প্রস্তুতি সভার অংশগ্রহণ করা হয়েছে।
জানাগেছে, আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও উত্তর দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দিবেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা।
চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।
এসময় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি ফারুক আমজাদ খান, ড. জমির উদ্দিন শিকদার, যুগ্ন সাধারণ সম্পাদক একেএম আজিম,সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশীষ কুমার সিংহ, উপ-পাট বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু,কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বোখারী আজম, জাতীয় পরিষদ সদস্য হানিফ চৌধুরী , সাইফুল্লাহ আনসারী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি হেলাল উদ্দিন, আবুল হাসনাত বেলাল, অ্যাড. তসলিম উদ্দিন, মনোয়ার জাহান মনি,দেলোয়ার হোসেন ফরহাদ, নাজমুল হুদা শিপন, আজিজ মিছির, আজাদ খান অভি, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃসাইফুদ্দীন,আব্দুল্লাহ আল মামুন, সরফরাজ নেওয়াজ খান রবিন, সাংগঠনিক সম্পাদক মাসুদ খান, মোহাম্মদ সালাউদ্দিন, দেবাশীষ আচার্য্য,প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু প্রমূখ।