নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি◊◊
ময়মনসিংহের নান্দাইলে প্রতিবেশী এক
যুবকের লাঠির আঘাতে মো.আব্দুল হেলিম (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার আচারগাঁও ইউনিয়নের ঝাউগড়া নদীর পাড় গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল হেলিম একই গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় অভিযুক্ত যুবক বুলবুল মিয়াকে (৩৫) স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছেন। বুলবুল প্রতিবেশী সুলতান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,বৃদ্ধ আব্দুল হেলিম বাড়ির পাশেই একটি মসজিদে ফজরের নামাজ পড়তে যান।নামাজ শেষে নরসুন্দা নদীর পাড়ে বোরো ধানের বীজতলা দেখতে যান। এসময় হঠাৎ বুলবুল কাঠের লাঠি নিয়ে বৃদ্ধকে ধাওয়া করেন। আব্দুল হেলিম ধাওয়া খেয়ে বোরো ধানের বীজতলায় পড়ে যান। সেখানে বুলবুল তাঁর হাতে থাকা কাঠের লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা বুলবুলকে আটকে রাখেন। পরে পুলিশ এসে অভিুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। সেই সঙ্গে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, বুলবুল মানসিক ভারসাম্যহীন রোগী।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।