অনলাইন ডেস্ক◊◊
গত ২১ আগস্ট ২০২৩ সোমবার অনলাইন পোর্টাল নারায়ণগঞ্জ নিউজ একটি পত্রিকায় ‘পাওনা টাকা না দিতে অভিনব কৌশল’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন সিদ্ধিগঞ্জের নীরহ একজন ব্যবসায়ী রুবেল হোসেন।
এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমার কাছে পাওনা টাকা ও আমি প্রধানমন্ত্রী’র বিরুদ্ধে ফেস্টুন ছাপিয়েছি এটি একটি মিথ্যা সংবাদ প্রকাশ করেছে আমার বিরুদ্ধে।
ইতিপূর্বে আমি আমার অভিযুক্ত শক্র পক্ষ মো: দেলোয়ার হোসেন মোল্লা, মো: নয়ন মোল্লা ও মাসুদ মোল্লা এ তিনজন অপরাধীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় জিডি সহ অভিযোগ দিয়ে আইনানুগ ব্যবস্থা নিয়েছি। যা এখনো বিষয়টি আইনী প্রক্রিয়া চলমান রয়েছে। আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
প্রকৃত ঘটনা হচ্ছে, যে আমি দেলোয়ার, নয়ন ও মাসুদ এরা আমার রক্তের সম্পর্কীয় আত্মীয় স্বজন বটে। তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে, আমার বৃদ্ধা ‘বাবা-মা’কে’ বাসা থেকে ডেকে নিয়ে মারপিট ও অশ্লীলভাবে গালমন্দ করে থাকেন। এ ঘটনায় আমার বৃদ্ধা ‘মা’ গুরুত্বর অসুস্থ হওয়ার কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) দ্রুত সময়ে ভর্তির ব্যবস্থা করা হয়। এর ওপর ভিত্তি করে উল্টো আমাদের বিরুদ্ধে এখনো বিভিন্ন ষড়যন্ত্র মূলক ভাবে নানা অনিয়ম তুলে ধরে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে সেটি সম্পূর্ণ বানোয়াট ভিত্তিহীন। এদের বিরুদ্ধে মূল ধারার গণমাধ্যম কর্মীরা ইতিপূর্বেও সঠিক বিষয়টি অনুসন্ধান করে, তাঁদের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করেছে।
উক্ত ঘটনার বিষয় আমার বসবাসরত হিরাঝীল হিরা ভবন এলাকায় কিংবা আমার ব্যবসা প্রতিষ্ঠান চিটাগাংরোড ইউএস মার্কেট এলাকায় খোঁজ নিলেই আমি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত কিনা বিষয়টি স্পষ্ট হয়ে যেতো। সুতরাং বিষয়টি না যেনেই অহেতুক মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে আমার বিরুদ্ধে একটি চক্র আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তাছাড়া প্রকাশিত নিউজের যে পোর্টালটি এটি আমার কাছে ফেক মনে হচ্ছে। কারণ তাঁদের ‘NARAYANGANJ NEWS-নারায়ণগঞ্জ নিউজ’ পোর্টালটির কোন প্রকার অফিস ঠিকানা ব্যবহার করা হয়নি। যেটি অনেকের কাছেই বিষয়টি হাস্যকর মনে হচ্ছে।
আমি এতে সামাজিক, মানষিক ও সমাজের দিক থেকে হেয় প্রতিপন্ন হয়েছি। ফের আমার বিরুদ্ধে এধরনের ফেক নিউজ প্রকাশ করলে, পরবর্তী সময়ে যেকোন মুহূর্তে আইনী ব্যবস্থা নেয়া হবে।
আমার স্বজন নয়ন’দের হিরাঝিল ৬নং রোডে হা-মিম ফ্যাশন নামে আমি রুবেল ও আমার পরিবার দোকান থেকে বাকিতে ৫৬০০ টাকার কাপড় ক্রয় এবং গত জুলাইয়ের ৫ তারিখে নয়নের কাছ থেকে ২ লক্ষ ১০ হাজার টাকা ধার এটি ভূয়া, মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন বটে।
উক্ত পত্রিকায় প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা,কূরুচিপূর্ণ, ভিত্তিহীন ও বানোয়াট বটে। কে বা কারা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এহেন কর্মকাণ্ডে লিপ্ত।
এ বিষয়ে হিরাঝীল এলাকার রুবেল সহ তাঁর পরিবারের লোকজন এলাকার একজন স্বনামধন্য ব্যক্তিত্ব নীরহ রুবেল উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।