সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
অভিনব কায়দায় পেটের ভিতর ইয়াবা পাচার কালে সিদ্ধিরগঞ্জে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।গতকাল বুধবার র্যাব-১১ (১৮ আগস্ট) ভোর রাতে সিদ্ধিরগঞ্জ চিটাগাংরোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।অভিযানে অভিনব কায়দায় পেটের ভিতর করে ইয়াবা পাচারকালে ২ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলোঃ শামসুন্নাহার আক্তার @ শারমিন (৩৮) ও মোঃ সোহাগ ইসলাম (৩৫)। উক্ত অভিযানে আসামীদের হেফাজত হতে ৪,২৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
অনুসন্ধান জানা যায়, গ্রেফতারকৃত আসামী শামসুন্নাহার আক্তার @ শারমিন নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন দড়ি সোনাকান্দা এলাকার মৃত শামসুল হকের মেয়ে এবং মোঃ সোহাগ ইসলাম একই জেলার সদর মডেল থানাধীন তামাকপট্টি এলাকার মৃত মিসির আলী মেছের @ মিসার আলীর ছেলে। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে পেটের ভিতর নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাচার করে নিয়ে এসে নারায়ণগঞ্জ-ঢাকা ও আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় এবং সরবরাহ করে আসছিল।
এবিষয়ে র্যাব-১১’র লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।