আমিরুল ইসলাম কবিরঃ
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গাইবান্ধার আয়োজনে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এতিম-অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় ৷
বৃহস্পতিবার (২০ এপ্রিল) গাইবান্ধা পুলিশ লাইনস ড্রিল শেডে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গাইবান্ধা’র আয়োজনে পুনাক সভানেত্রী মাহবুবা আক্তার গাইবান্ধার সভাপতিত্বে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন।
এ সময় নিম্ন আয়ের মানুষ সহ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন এসপি পত্নী পুনাক সভানেত্রী মাহবুবা আক্তার ও গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক),গাইবান্ধার অন্যান্য সদস্যবৃন্দ,ধ্রুব জ্যোতির্ময় গোপ বিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল),জেলা পুলিশের অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।