রাজিবুল হাসান,রংপুর থেকে ফিরে।।
করবো সেবা, গড়বো দেশ, শেখ হাসিনার নির্দেশ এই শ্লোগানের আলোকে ঐতিহ্যবাহী রংপুর জেলা পীরগাছা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত করা হয়। আজ (১৩ মে) সকাল ১১ টায় পীরগাছা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় বানিজ্য মন্ত্রী টিপু মুন্সি এমপি বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে নেতাকর্মীদের সুষ্ঠুভাবে কাজ করার আহবান জানান তিনি।
বিশেষ অতিথি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আলোকোজ্জ্বল সমৃদ্ধির পথে এগিয়ে চলছে বাংলাদেশ। উন্নয়ন অগ্রগতির চাকা সচল রাখতে আগামী নির্বাচনে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জানেন কিভাবে সংকট মোকাবেলা করতে হয়! তিনি যেভাবে করোনায় সৃষ্ট সংকট মোকাবেলা করেছেন! তেমনিভাবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ করছেন। পাকিস্তানে ২৩৬ টাকা, ভারতে ২১৪ টাকা লিটারের সোয়াবিন তৈল ভর্তুকি দিয়ে ১৯৮ টাকা লিটারের সোয়াবিন তৈল ১১০ টাকায় ১ কোটি মানুষকে সরবরাহ করার নির্দেশ দিয়েছেন। যতদিন শেখ হাসিনার হাতে থাকবে দেশ পথ হারাবে না বাংলাদেশ।
এসময় উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় সহ-সভাপতি শামীম শাহরিয়ার, কৃষিবিদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আরিফুর রহমান টিটু, কার্যনির্বাহী সদস্য তৈহিদুর রহমান সেলিম, সদস্য হারুন অর রশীদ, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মোঃ মনোয়ারুল ইসলাম মাসুদ প্রমূখ।
সম্মেলনের উদ্বোধন করেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সিরাজুল ইসলাম প্রামানিক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ধনজিত ঘোষ তাপস।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, পীরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক মোশারফ হোসেন লিটন।
স্থানীয় আরও অন্যান্য নেতা যারা উপস্থিত ছিলেন, রংপুর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল হাকিম সর্দার, পীরগাছা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ মিলন সহ স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এসময় সম্মেলনে জাহিদুল ইসলাম জাহিদ সভাপতি ও সুমন ওয়াহিদকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য পীরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।