নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলায় ব্যাক্তিগত গাড়ির চালককে পিস্তল ঠেকিয়ে হত্যার ভয় দেখিয়ে জোড় করে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিলরের ভাইয়ের বিরুদ্ধে। অভিযুক্ত ধর্ষক পাপ্পু খন্দকার পলাশ ভাগ্যেরপাড়া গ্রামের আব্দুল ছাত্তার এর ছেলে ও ঘোড়াশাল পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আলম খন্দকারের ভাই। উক্ত ঘটনায় শনিবার (৭ নভেম্বর) রাতে নির্যাতিতা নারী পলাশ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। গত ২৬ অক্টোবর পলাশ বিআরটিসি বাসষ্ট্যান্ড এলাকায় লিটন মার্কেটের সামনে এই ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ ও নির্যাতিতার পরিবার জানায়, অভিযুক্ত পাপ্পু খন্দকারের গাড়ি চালক ওই গৃহবধূর স্বামী। গত কয়েকমাস ধরে বেতন না দেওয়ায় বেশ কষ্টে সংসার চলছিল তাদের। ঘটনার দিন গত ২৬ অক্টোবর মাসিক বেতন দেওয়ার কথা বলে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ডেকে নিয়ে আসে পাপ্পু। সেখানে পাপ্পু ও তার সহযোগী শাহাদাত পিস্তল ঠেকিয়ে হত্যার হুমখী দেয় চালক কে। অন্যথায় তার স্ত্রী কে ধর্ষণের জন্য চাপ দেয়। একপর্যায়ে পাপ্পু তার ব্যাক্তিগত গাড়ির ভিতরে জোড়পূর্বক ধর্ষণ করে চালকের স্ত্রী কে। ভয়ে ও মান সম্মানের কারনে বিষয়টি গোপন রাখে চালক ও তার স্ত্রী। অপরদিকে লম্পট পাপ্পু আবারও ওই গৃহবধূকে তার কাছে নিয়ে আসতে চাপ দেয়। নিরুপায় হয়ে পরর্বতীতে গত শুক্রবার ৬ নভেম্বর রাতে পাপ্পু খন্দকার ও তার সহযোগী শাহাদতের বিরুদ্ধে পলাশ থানায় অভিযোগ দায়ের নির্যাতিতা নারী।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাসির জানান, ওই গৃহবধূ নিজে এসে থানায় মামলা করেছেন। অভিযুক্ত আসামিকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ভিকটিম কে ডাক্তারি পরীক্ষার জন্যে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।