পাবনা প্রতিনিধি◊◊
পাবনার ভাঙ্গুড়ায় রাস্তা পারাপারের সময় অটো বাইকের নিচে চাপা পড়ে আসমা খাতুন (৪২) নামে একজন গৃহবধূ নিহত হয়েছে। বুধবার (১২ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। একই দিন দিবাগত সন্ধ্যা প্রায় ৬টার দিকে বাঘাবাড়ী-টেবুনিয়া সড়কের উপজেলার ভেড়ামারা পশ্চিমপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধু আসমা খাতুন ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ভেড়ামারা পশ্চিপাড়া গ্রামের দরিদ্র কৃষক আইয়ুব আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১২অক্টোবর) সন্ধ্যায় আসমা খাতুন বাড়ির সামনে রাস্তার এক পার্শ্ব থেকে অপর পার্শ্বে পার হচ্ছিলেন। এ সময় পিছন থেকে একটি অটোবাইক তাকে চাপা দেয়।ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও আত্মীয়রা অটোবাইকসহ চালককে আটক করে এবং মুমূর্ষু অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক গৃহবধূকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে দেন কর্তব্যরত চিকিৎসক। পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই গৃহবধূ আসমা খাতুনের মৃত্যু হয়।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ঘাতক অটোবাইক চালক পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া গ্রামের বাসিন্দা। নিহত গৃহবধূর প্রতিবেশী রবিউল ইসলাম বলেন, পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হেদায়তুল হক দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে এ বিষয়ে করণীয় নিয়ে কথা বলেছেন বলে জানান তিনি।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দুর্ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।