শেখ সাখাওয়াত হোসেন, পাবনা থেকে।।
গ্রীষ্মের শুরুতে এই রোদ তেতে উঠেছে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই মুহূর্তে পাবনাসহ দেশের পাঁচ জেলার উপর দিয়ে মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। রবিবার (২৪ এপ্রিল) খুলনার চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে দিনের তাপমাত্রা বেড়েছে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রবিবার (২৪ এপ্রিল) পাবনা, রাজশাহী, গোপালগঞ্জ ও পটুয়াখালী অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। এ পরিস্থিতি অব্যাহত থাকবে এবং তা বিস্তার লাভ করবে বলেও জানান আবহাওয়া অধিদপ্তর। রবিবার রাজশাহী বিভাগের ঈশ্বরদীতে তাপমাত্রা ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ জানিয়েছেন এটা গ্রীষ্মকালীন তাপমাত্রা। এটা স্বাভাবিকের চেয়ে কিছুটা তাপমাত্রা বেশি আছে। আগামী দুইদিন তাপমাত্রা বাড়তি থাকবে। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে, রাতের তাপমাত্রা বাড়তি থাকবে। তবে আগামী ৭২ ঘন্টা পর গরম সহনীয় হতে থাকবে। পাশাপাশি কয়েক জেলায় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
পাবনা শহরের ফল ব্যবসায়ী আব্দুল হামিদ দৈনিক সকালের কাগজ পত্রিকাকে বলেন, বর্তমান সময়ে তীব্র দাবদাহে প্রচন্ড কষ্ট করতে হচ্ছে ব্যবসায়ীদের। প্রচন্ড গরমের মধ্যেও দোকানে থেকে বেচাকেনা করতে হচ্ছে। আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে দোয়া কামনা করেন ওই ব্যবসায়ী।