সাখাওয়াত হোসেন,পাবনা থেকে◊
পাবনার চাটমোহরে ফুটবল টুর্ণামেন্টের খেলাকে কেন্দ্র করে রোপনকৃত ঘাস মারতে বিষপ্রয়োগ করা হয়েছে সরকারি স্কুল মাঠে।গত বুধবার (২২ সেপ্টেম্বর) চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন হাইস্কুল মাঠ পৌর সদরের বালুচরে সকাল থেকে দুপুর পর্যন্ত বিষপ্রয়োগ করে বীর মুক্তিযোদ্ধা রানা মাস্টার স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের আয়োজক কমিটি। এ জন্য স্কুল কর্তৃপক্ষের কোন অনুমতি নেওয়া হয়নি।
শনিবার (২৪ সেপ্টেম্বর) মাঠে গিয়ে দেখা যায় মাঠের বেশিরভাগ ঘাস পুড়ে লাল হয়ে গেছে। এই মাঠে গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা রানা মাস্টার স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনাল। বিষপ্রয়োগ করে ঘাস মারার ঘটনায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সম্প্রতি চাটমোহর উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সৈকত ইসলাম স্কুলের মাঠটি সংস্কার করে ঘাস রোপন করেন। এই মাঠেই রানা মাস্টার স্মৃতি সংসদ ও স্থানীয় এনজিও সবুজ সংঘ আয়োজন করে বীর মুক্তিযোদ্ধা রানা মাস্টার স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট।
খেলার মাঠে বিষপ্রয়োগের বিষয়ে চাটমোহর সবুজ সংঘের সভাপতি রবিউল করিম বলেন, আসলে বিষপ্রয়োগ করা ঠিক হয়নি। খেলার স্বার্থে হয়তো এটা করা হয়েছে।
সরকারি আরসিএন এন্ড বিএসএন হাইস্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম বলেন, এজন্য আমাদের কোন অনুমতি নেওয়া হয়নি। বিষপ্রয়োগ করে শুধু ঘাসই বিনষ্ট করেনি, পোকামাকড়ও মেরে ফেলা হয়েছে। আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যারকে বলেছি। এর ক্ষতিপূরণ দিতে হবে। কারণ পরিবেশ বিনষ্ট করার অধিকার কারো নেই।