সাখাওয়াত হোসেন◊
পাবনার চাটমোহর উপজেলায় বিভিন্ন বিল ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত হয়েছে। রাজস্ব খাতের আওতায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে দেশীয় রুই জাতীয় মাছের পোনা ছাড়া হয়।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছাইকোলা ইউনিয়নের আফরার বিলে এ মাছের পোনা অবমুক্তকরণ উদ্বোধন করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মমতাজ মহল।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুম বিল্লাহ, খামার ব্যবস্থাপক আব্দুল খালেক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সি জানান, ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার ডিকশি বিল, শানকিভাঙ্গা বিল, বিলকুড়ালিয়া, বাহাদুরপুর এতিমখানা পুকুর ও চক উথুলী জলাশয়ে ৫২০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।