পাবনা প্রতিনিধি।।
পাবনার ঈশ্বরদী থেকে রাজশাহীর বানেশ্বর পর্যন্ত আঞ্চলিক সড়ক উন্নতকরণ কাজের অংশ হিসেবে রাস্তার দু’ধারের ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
বুধবার (২২ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা শহরের আলহাজ্ব মোড় থেকে শুরু করে সাঁড়া ইউনিয়নের আড়ামবাড়িয়া বাজার এলাকা পর্যন্ত রাস্তার দু’পাশের ছোট দোকান, অফিস, উচ্ছেদ করা হয়।অভিযানে সওজ পাবনা বিভাগের আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানে ঈশ্বরদী শহরের প্রাণকেন্দ্র আলহাজ্ব মোড়, শহরের পোস্ট অফিসের সামনে, রেলগেট, বিমানবন্দর সড়ক, উপজেলার সাঁড়া ইউনিয়নের আড়ামবাড়িয়া বাজার এলাকায় সওজের জায়গা দখল করা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা বলেন, একাধিকবার উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছিল। আগে থেকে মাইকিং করে সতর্ক করা হয়েছিল। সড়ক উন্নতকরণের কাজ শুরু হওয়ার কারণে হয়ে যাওয়ায় উচ্ছেদ অভিযান ঠেকানো সম্ভব হয়নি।
সড়ক ও জনপথ (সওজ) পাবনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্বরত) আবুল মনসুর আহমেদ রাজধানী টাইমস কে বলেন, পাবনার ঈশ্বরদী থেকে বানেশ্বর পর্যন্ত আঞ্চলিক সড়কের উন্নতকরণ কাজের অংশ হিসেবে প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এর আগে অবৈধ স্থাপনার মালিকদের নোটিশ ও মাইকিং করে সতর্ক করা হয়েছিল।