সাখাওয়াত হোসেন,পাবনা:
প্রাণী সম্পদ প্রদশর্নীর আয়োজন, পুষ্টি মেধা দারিদ্র বিমোচন স্লোগানে পাবনার ঈশ্বরদীতে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্ভোধন হয়েছে। ১৬ ফেব্রুয়ারী (বুধবার) বেলা ১১টার কিছু পরে ঈশ্বরদী উপজেলা শেখ রাসেল স্টেডিয়ামে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্ভোধন হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পি.এম ইমরুল কায়েস এর সভাপতিত্বে প্রদর্শনী উদ্ভোধন করেন পৌর মেয়র মো. ইসহাক আলী মালিথা।
উক্ত উদ্ভোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান মো.আব্দুস সালাম খাঁন, মহিলা ভাইচ চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিতা সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, কাউন্সিলর মো. আবু জাহিদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ মো. নাজমুল হোসাইন। উদ্ভোধনি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাক্তার রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুধিজন এবং শতাধিক খামারি উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে গরু, মহিষ, ছাগল, দুম্বা, হাঁস-মুরগি, পশুখাদ্য, ভেটেরিনারি ওষুধের স্টল খোলা হয়। উল্লেখ্য, প্রাণী ক্যাটাগরিতে ঈশ্বরদীর ছয়জন খামারি জাতীয় বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত হয়। জাতীয় বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত ছয়জন খামারসহ প্রদর্শনীতে অংশ নেওয়া বেশিরভাগ খামারি সন্তুষ্ট প্রকাশ করেছেন এমন সুন্দর আয়োজনে।