পাবনা প্রতিনিধি◊
পাবনার সুজানগর উপজেলা ও আমিনপুর থানার সাগরকান্দি ইউনিয়নের শ্রীপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আরিফ মোল্লা নামে এক এনজিও কর্মী ও ইউনুছ মোল্লা নামে অপর একজন আহত হয়েছেন।
গতকাল সোমবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। আহত দুইজন কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভর্তি করা হয়েছে।
গুলিবৃদ্ধ আহত এনজিও কর্মী আরিফ মোল্লা স্থানীয় শ্রীপুর গ্রামের মৃত শওকত আলী মোল্লার ছেলে ও মৈত্রী মানবিক উন্নয়ন কেন্দ্র নামক একটি এনজিওতে ফিল্ড অফিসার হিসেবে কর্মরত এবং অপরজন ইউনুস মোল্লা হোগলাডাঙ্গি গ্রামের ইসলাম মোল্লার ছেলে।
গুলিবিদ্ধ এনজিও কর্মী আরিফের ভাই আতাউর রহমান ও স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে দশটার দিকে আরিফ ও ইউনুসসহ কয়েকজন মিলে নিজ বাড়ির পাশে শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসে আড্ডা দিচ্ছেলেন। হঠাৎ করে কয়েকজন ব্যক্তি এসে অতর্কিত অস্ত্র দিয়ে গুলিবর্ষণ শুরু করে। এ সময় গুলি আরিফ ও ইউনুসের হাতে, বুকের পাশে ও কোমরে লাগলে সাথে সাথে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে তাঁরা। গুলির শব্দে স্থানীয় বাসিন্দা ও আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ আরিফ ও ইউনুসকে প্রথমে পাবনা সদর হাসপাতাল এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আমিনপুর থানার ওসি রওশন আলী জানান, ঘটনার পর থেকেই তদন্তের মাধ্যমে দুর্বৃত্তদের খুঁজে বের করে আটকের চেষ্টা করছে পুলিশ।