শেখ সাখাওয়াত হোসেন,পাবনা থেকে।।
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২২ উপলক্ষে পাবনা জেলা পুলিশের বিশেষ নিরাপত্তায় নির্বিঘ্নে বাড়ি ফিরছেন ঈদ করতে বাড়িতে আশা মানুষ। সারা বছর নিজের আত্মীয় স্বজন ছেড়ে জীবিকা নির্বাহের জন্য মানুষ দেশের বিভিন্ন প্রান্তে থাকেন। কিন্তু পবিত্র ঈদের আনন্দ আত্মীয় স্বজনের সাথে ভাগাভাগি করে নিতে গত কয়েকদিন ধরে ঘরে ফেরা শুরু করেছে পাবনা জেলার মানুষ। আর তাদের নিরাপদে বাসায় পৌঁছে দিতে কাজ করছে জেলা পুলিশ। এ বিষয়ে পাবনার সচেতন মহলের একাধিক ব্যক্তি বলেন, পাবনার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান যোগদান করার পর থেকেই পাবনার মানুষদের নিরাপদে রাখতে তিনি সর্বদা চেষ্টা করে যাচ্ছেন। তার এমন উদ্যোগ সত্যি আনান্দের এবং প্রশংসার দাবীদার।
নাম প্রকাশে অনিচ্ছুক পাবনা শহরের রাধানগর মহল্লার (অবসরপ্রাপ্ত) অধ্যাপক সেরনিয়াবাত মইনুদ্দিন একাত্তর পোস্ট কে বলেন পাবনার মানুষ এখন বেশ ভালো আছে শান্তিতে আছে। সকল প্রকার আইনি জটিলতা থেকে তারা মুক্তি পেয়েছে। পাবনায় পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান যোগদানের পর থেকেই এখানকার আইন শৃঙ্খলার চিত্র ভিন্ন হয়েছে। তিনি আরও বলেন, শুধু ঈদ উপলক্ষ্যে জেলা পুলিশ নিরাপত্তা বৃদ্ধি করেছে তা নয়৷ সব সময় পাবনা জেলা পুলিশ জনসাধারণ মানুষকে নিরাপদে রাখাতে কাজ করছে।
জেলা পুলিশের তথ্যমতে জানা যায়, পাবনায় ঘরে ফেরা মানুষদের নিরাপদে বাসায় পৌঁছে দিতে দিন রাত কাজ করছে জেলা পুলিশ। যারা রাতের বেলা পাবনা পৌঁছাবে তারা যদি কোনো ধরনের নিরাপত্তার অভাব মনে করেন তাহলে জেলা পুলিশের ফোন নাম্বার যোগাযোগ করতে বলা হয়েছে। তাছাড়াও জেলা পুলিশের সদস্য সারারাত জোরদার টহল নিশ্চিত করে কাজ করবে বলে জানা যায়। পুলিশ কন্ট্রোল রুমের ফোন নাম্বারে ০১৩২০১২৯৪৯৮ চব্বিশ ঘণ্টা যোগাযোগ করার জন্য আহ্বান করেছে পাবনা জেলা পুলিশ।