পাবনা প্রতিনিধি।।
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনা জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল (২৩ জুন) বৃহস্পতিবার রাত ১২টা ১মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় বর্ণাঢ্য আনন্দ র্যালী বের হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা জেলা কমিটির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক ও পাবনা -৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স (এমপি) সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট তসলিম হাসান সুমন, সাধারণ সম্পাদক শাজাহান মাহমুন, দোগাছি ইউনিয়নের চেয়ারম্যান আলী হাসান ভাঁড়ারা ইউনিয়ন এর নব-নির্বাচিত চেয়ারম্যান সুলতান মাহমুদ খান, জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা সনি বিশ্বাস, যুগ্ন আহবায়ক শিবলী সাদিক , জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তাজুল ইসলামসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।