ভান্ডারিয়া প্রতিনিধিঃ
ভান্ডারিয়া উপজেলার আসন্ন নির্বাচনী প্রচারনায় ধাওয়া ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান পদ-প্রার্থী আলহাজ্ব মো: সিদ্দিকুর রহমান টুলু ডাকুয়ার শতাধিক জন-সাধরণের মাঝে উঠান বৈঠক অনুষ্ঠীত হয়। গতকাল বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যা-রাত ১০ ঘটিকা পর্য়ন্ত পশারীবুনিয়া হাজী তমিজ উদ্দিন মিয়ার বাড়ি শতাধিক জনগণের মাঝে এক উঠান বৈঠক অনুষ্ঠীত করা হয়।
এসময় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, ধাওয়া ইউনিয়নের গন-মানুষের নেতা চেয়ারম্যান পদ-প্রার্থী আলহাজ্ব সিদ্দিকুর রহমান টুলু ডাকুয়া, পশারীবুনিয়া বাসীর সু-পরিচিত মৃত হাজী তমিজ উদ্দিন মিয়ার নাতি সমাজসেবক জনাব মো: আব্দুস্ সালাম মিয়া, সাবেক ৯নং ওয়ার্ড মেম্বার আব্দুল আলীম প্রমূখ।
এসময় চেয়ারম্যান প্রার্থী টুলু ডাকুয়া জনগণের উদ্দেশ্য বলেন, আমি বিগত বছর ধরে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে, আপনাদের পাশে সর্ব সময় থেকেছি। এবং আবারও যদি আপনাদের ভোটে ভবিষ্যতে ধাওয়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হাই, তাহলে আপনাদের সকল আশা-ভরসা সম্পূর্ণ রুপে পূর্ণ করার চেষ্টা করবো। এবং এলাকার রাস্তা-ঘাট সকল প্রকার উন্নয়নের ব্যবস্থা করবো বলে জানান তিনি।