আমিরুল ইসলাম কবির, গাইবান্ধা।।
গাইবান্ধার পলাশবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারপিটে ৫ জন গুরুতর আহত। প্রতিকার চেয়ে ভুক্তভোগি মুক্তিযোদ্ধা পরিবারের জনাকীর্ণ সংবাদ সম্মেলন।
পলাশবাড়ী পৌর শহরের নুনিয়াগাড়ি গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমানের কন্যা শ্যামুলী আকতার গং-দের সাথে প্রতিবেশী মরহুম আফতাব হোসেন খোকা ড্রাইভারের পুত্র সেনা সদস্য মোকলেছুর রহমান তুফান গং-দের সাথে দীর্ঘদিন থেকে জমিজমা সংক্রান্ত বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৩ জুলাই দুপুরে প্রতিপক্ষ মোকলেছুর রহমান তুফান গং-রা পরিকল্পিতভাবে শ্যামুলী গং-দের উপর হামলা চালিয়ে মারপিট করে ৫ জনকে গুরুতর আহত করে। এ ব্যাপারে ৬ জনকে আসামী করে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগি পরিবার।
শুক্রবার ১৫ জুলাই বিকেলে পলাশবাড়ী প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে মরহুম বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমানের কন্যা শ্যামুলী আকতার তার লিখিত বক্তব্যে বলেন,প্রতিপক্ষগন মামলা তুলে নিতে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয়াসহ প্রাণনাশের ভয়ভীতি প্রদান করা অব্যাহত রেখেছেন। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সংবাদ সম্মেলনে প্রতিকার চেয়ে পুলিশ প্রশাসনসহ উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগি পরিবার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মরহুম বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমানের স্ত্রী সুফিয়া বেগম,পুত্র আনারুল ইসলাম, কন্যা আমেনা বেগম,আনোয়ারা বেগম,আরিফা বেগম ও নাতনি লিয়ন শেখ।