আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিষয়ে পূর্ব শত্রুতার জেরে বিমাতা (সৎ) ভাই কর্তৃক অন্য ভাইদের মারপিট করে আহত। থানায় অভিযোগ। অভিযোগে প্রকাশ,পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে সুলতান শেখ,দুদু শেখ ও সুজা শেখ গং-দের সাথে বিমাতা ছোট ভাই স্বাধীন মিয়া ও সুজন মিয়া গং-দের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত কলহ বিবাদ চলে আসছিলো। এসব বিষয়কে কেন্দ্র করে গত ৩০ জুলাই শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে তারা একত্রিত হয়ে রনি বেগম, তার স্বামী স্বাধীন মিয়া ও তার বড় ভাই সুজন শেখকে বাড়ি থেকে উচ্ছেদ করার হুমকি দেয় এবং বাড়ির সাথে লাগানো ৩/৪ টি আকাশমণি বনজ গাছ জোরপূর্বক কর্তন করে। এতে বাড়ির লোকজন বাধা প্রদান করতে গেলে বিবাদীগন অকথ্যভাষায় গালিগালাজ,বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। একপর্যায়ে এসব বিষয়কে কেন্দ্র করে গত ৩১ জুলাই শনিবার সকাল ৮ টার দিকে দ্বিতীয় দফা বিমাতা (সৎ) ভাই সুলতান শেখ,তার ছেলে মিসকাতজাহান মীম,দুদু শেখ ও সুজা শেখ গং-রা জোটবদ্ধ হয়ে স্বাধীন গং-দের বাড়িতে এসে অহেতুক জমা জমির বিষয় তর্কে জড়িয়ে পড়ে এবং অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে। এতে বাধা প্রদান করলে সংঘবদ্ধরা ক্ষিপ্ত হয়ে বিমাতা (সৎ) ছোট ভাইদের কিল ঘুষি ও মারপিট করতে থাকে। আহতদের আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের রক্ষার চেষ্টা করে। এসময় সুলতান গং-রা সুযোগ পেলে স্বাধীন গং-দের পুনরায় মারপিট ও হত্যার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আহত স্বাধীন (৩০),তার স্ত্রী রনি বেগম (২৫) ও সুজন মিয়া (৩৫) পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে চিকিৎসা গ্রহণ করে। এ ব্যাপারে আহত রনি বেগম বাদী হয়ে পলাশবাড়ী থানায় সুলতান গং-দের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের পরপরই পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতারা দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।