আমিরুল ইসলাম কবিরঃ
পলাশবাড়ীতে গ্যাস সংযোগের দাবীতে অরাজনৈতিক,সেবা ধর্মী ও স্বেচ্ছাসেবী স্থানীয় সংগঠন “জাগো বাহে” এর উদ্যোগে আজ (৩০ মে) সোমবার সকাল ১১টায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
“জাগো বাহে” সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহবায়ক সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম কবিরের সভাপতিত্বে ও সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জাগো বাহে সংগঠনের সদস্য সচিব শহিদুল ইসলাম বাদশা। আরো বক্তব্য রাখেন,পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম রতন,রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম,পরিবহন ব্যবসায়ী আজাদুল ইসলাম আজাদ,জাগো বাহে সংগঠনের উপদেষ্টা মজনুর রহমান ময়নুল মাষ্টার,ডাঃ মুহাঃ আবু শাহীন মন্ডল,সৌদি প্রবাসী রিমন আহমেদ এরশাদ, আনোয়ারুল ইসলাম ফারুক, রাজীব, প্লাবন, আওয়ামী লীগের মহিলা নেত্রী শ্যামলী আক্তার প্রমুখ।
সকাল ১১ট থেকে সাড়ে ১২ টা পর্যন্ত দেড় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন।