আমিরুল ইসলাম কবিরঃ
সংবাদ প্রকাশের জের ধরে গাইবান্ধার পলাশবাড়ী প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান ও সাধারণ সম্পাদককে হত্যার হুমকির প্রতিবাদে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৫ জুলাই) বুধবার দুপুরে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ফজুলল হক দুদু।
এসময় প্রেসক্লাব কার্য নিবার্হী কমিটি দুই-তৃতীয়াংশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য; গত ৪ জুলাই মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে সদ্য আমৃত্যু কারামুক্ত উপজেলা জামায়াত নেতা গোলাম মোস্তফা সহ কতিপয় জামায়াত নেতা প্রেসক্লাব প্রধান উপদেষ্টা পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতনকে দেখে নেয়াসহ হত্যার হুমকি প্রদান করে। আর এরই প্রতিবাদে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।