স্টাফ রিপোর্টার,গাইবান্ধা◊◊
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ইমাম ওলামা পরিষদের আয়োজনে ২৯ নভেম্বর শুক্রবার জুমার নামাজের পরবর্তী স্থানীয় চৌমাথা মোড় মিতালী হোটেলের সম্মুখে সনাতন ধর্মাবলম্বীদের উগ্রবাদী সংগঠন ‘ইসকন’কে নিষিদ্ধ ও এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসীর দাবিতে এবং মসজিদে হামলার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় পৌর এলাকার বিভিন্ন মসজিদ হতে মুসল্লিরা ইসকন বিরোধী স্লোগান ও বিভিন্ন প্রতিবাদী স্লোগান সম্মিলিত ব্যানার ফেসটুন ও প্লেকার্ড নিয়ে বিক্ষোভ সমাবেশ স্থলে জড়ো হন।
ইমাম ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা সাদেকুল ইসলামের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা নুরুন্নবী সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন,মুফতি ফরিদুল ইসলাম ফরিদ,মাওলানা শাহ আলম ফয়েজী,মুফতি এনামুল হক,হাফেজ মাওলানা মোহাম্মদ আলী,হাফেজ মাওলানা মো. তাজুল ইসলাম,হাফেজ মাওলানা আসাদুজ্জামান আসাদ ও মাওলানা আবু হানিফা প্রমুখ।
এসময় বিক্ষোভ কারীরা ‘ইসকন’ নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, সাধারণ হিন্দু আর ইসকন দু’টি আলাদা বিষয়। আমাদের সহজ সরল মনা হিন্দু ভাই-বোনদের ব্যবহার করে ইসকন বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।
ইসকন’কে ‘জঙ্গী সংগঠন’ দাবি করে তারা বলেন,’ইসকন’ একটি জঙ্গী সংগঠন। এ সংগঠনকে দ্রুত নিষিদ্ধ করতে হবে।
তাদের এই জঙ্গী কার্যক্রম আমরা চলতে দেব না। আমরা সম্প্রীতি লালন করি,হিন্দু ভাইদের ভালোবাসি। হিন্দু ভাইয়েরা ইসকনের বিরুদ্ধে আওয়াজ তুলুন। এ সময় অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধের দাবি জানানো হয়।