আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউপির ইউনিয়ন পরিষদ চত্বরে মাননীয় প্রধানমন্ত্রীর সৃষ্ট আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়ার জন্য আবেদনকৃত ভূমিহীন পরিবার যাচাই বাছাই গত মঙ্গলবার সম্পন্ন হয়েছে ৷
এসময় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে স্বয়ং উপস্থিত থেকে যাচাই বাছাই এর কাজ সুচারুভাবে সম্পন্ন করেন, পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়েজ উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন,৪নং বরিশাল ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক রফিকুল ইসলাম সরকার,ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওয়াসীম কুমার বর্মন,ইউপি সচিব আমিনুল ইসলাম ইউপি সদস্য রবিউল ইসলাম সহ সকল ইউপি সদস্যবৃন্দ।
এসময় অত্র ইউনিয়নে ৪৮ জনের আবেদনের বিপরীতে ৩৪ জনকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়।
অপরদিকে,একইদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৮নং মনোহরপুর ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ভূমিহীনদের জন্য বরাদ্দকৃত ব্যক্তিদের আবেদনগুলো যাচাই বাছাই এর কাজ সুচারুভাবে সম্পন্ন করেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়েজ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, মনোহরপুর ইউপি চেয়ারম্যান মুহাঃ আবদুল ওহাব প্রধান রিপন,ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিমল চন্দ্র দাস,ইউপি সচিব সহ সকল ইউপি সদস্যবৃন্দ।