রাজিবুল হাসান,ঢাকা থেকে।।
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরমানু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবকলীগের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বামী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ (৯ মে) সোমবার বিকাল ৫ ঘটিকার সময় কলাবাগান ক্রীড়া চক্র মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ড. এম এ ওয়াজেদ মিয়া ও ১৯৭৫ সালের ১৫ আগষ্টে ঘাতকের নির্মম বুলেটে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু সহ কেন্দ্রীয় ও মহানগর উত্তর দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগ প্রমূখ।