ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ভান্ডারিয়া বাসীকে শুভেচ্ছা জানান সাংবাদিক আরিফ বিল্লাহ ডালিম। দৈনিক সকালের কাগজের সহকারী সম্পাদক ও দৈনিক বঙ্গজননীর ভান্ডারিয়া প্রতিনিধি হিসেবে দীর্ঘ বছর ধরে গণমাধ্যম পেশায় নিয়োজিত আছেন তিনি। প্রতি বছরের ন্যায় ধর্মীয় ঈদ উৎসবে সর্বস্তরের জনগণের মাঝে এক হ্রাস হাঁসি আনন্দ বয়ে উঠুক সকলের হৃদয়ে। তেমনী করে আপনার আমার প্রতিটি পরিবারের মাঝে ঈদ আনন্দের ভাগাভাগি হয়ে উঠুক মসৃন-শৃঙ্খল। এই মহান আল্লাহর নেয়ামত ঈদ-উল-আযহা উপলক্ষে দেশের ব্যধি তথা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ধুয়ে-মুছে নিষ্পত্তি হয়ে যাক। এবং পূর্বের ন্যায় আমাদের সূখ-সম্মৃদ্ধি শান্তির তৌফিক দান করো। সকলের প্রতি আবারও রইলো ইদীয় শুভেচ্ছা ও সালাম।