অনলাইন ডেস্ক◊◊
আজ ১০ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন, ২২/১ তোপখানা রোড, ঢাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক মোহাম্মদ ফজলুল হক, উপদেষ্টা, বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদ, কেন্দ্রীয় কমিটি।
সভাপতিত্ব করেন, হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী, বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদ, কেন্দ্রীয় কমিটি। উপস্থিত ছিলেন মাওলানা মোঃ ইয়াসিন, সভাপতি বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদ, ঢাকা মহানগর, মাওলানা মোঃ রকিবুল হাসান, সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদ, ঢাকা মহানগর প্রমুখ।সভাপতির বক্তব্যে হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী বলেন, আমাদের নবী রাহমাতাল্লিল আলামীন এই পৃথিবীতে শুভাগমনের ফলে অন্ধকারে নিমজ্জিত এই পৃথিবী আলোকিত হয়ে যায় এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়। তাই আসুন আমরা নূর নবী হযরত মোহাম্মদ মোস্তফা (সাঃ) আদর্শ অনুকরণ ও অনুসরণ করে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করি। মানবজাতির মুক্তির দিসারী উম্মতের কান্ডারী নবী (সঃ) পৃথিবীতে শুভাগমনের ফলে কাবা শরীফে সংরক্ষিত ৩৬০টি মূর্তি তাৎক্ষনিক ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছিল এবং নূর নবী (সঃ) আগমনে মহান আল্লাহপাক এই পৃথিবীকে মসজিদ হিসেবে গণ্য করে নিয়েছেন। যেন আল্লাহর বান্দারা যেখানে নামাজের সময় হয় সেখানে নামাজ পড়তে পারে। বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে। সে জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদ বিশ্বব্যাপী সুন্নীয়ত কায়েম করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং স্বাধীনতা স্বপক্ষের ওলামা মাশায়েখদের সংগঠিত করে মসজিদে নববীর আলোকে সমাজ গঠনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন। তিনি আরো বলেন, ফিলিস্তিনীদের উপর ইসরাইলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং নির্যাতিত স্বাধীনতাকামী ফিলিস্তিনীদের বিজয় কামনা করছি।
Tags: পবিত্র