মো.মহসিন রেজা, শরীয়তপুর।।
পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধনের খবরে নানান ধরনের সুযোগ-সুবিধা, উন্নত জীবনমানের আশায় এবং ভালোবাসায় উচ্ছ্বসিত শরীয়তপুরসহ দক্ষিণাঞ্চলের মানুষ। আনন্দ মিছিল মিষ্টি বিতরনসহ নানাভাবে আনন্দ করছেন শরীয়তপুরবাসী।
মানুষের মধ্যে শংকা রয়েছে পদ্মাসেতু থেকে শরীয়তপুর আসা-যাওয়ার ফোরলেন সংযোগ সড়কটির কাজ শুরু করে বিলম্ব করায়।
আগামী ২৫ জুন যানবাহন চলাচলের জন্য পদ্মা বহুমূখী সেতু খুলে দেওয়ার ঘোষনা দেওয়া হয়েছে।
পদ্মা সেতু চালু হলে শরীয়তপুরের মানুষের জন্য স্বপ্ন পূরনের বিভিন্ন দিক খুলে যাবে, এ আশায় বুক বেঁধে বেঁচে আছে পদ্মা নদীর দক্ষিণ পাড়ের মানুষ।
এমনকি দক্ষিন বঙ্গের মোংলা পোর্টসহ অন্যেন্য বানিজ্যিক পোর্টের সাথে সকল ধরনের যানবাহনের চলাচল দ্রুততার সাথে পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকা সহ উত্তরাঞ্চল ও সারা বাংলাদেশের সাথে মিশে যাবে দক্ষিণ বঙ্গ।
বেড়ে যাবে কর্মসংস্থান। গড়ে উঠবে নতুন নতুন কল কারখানা শিল্প প্রতিষ্ঠান, অনেকগুনে বেড়ে যাবে এ অঞ্চলের মানুষের জীবনমান।
পদ্মা পাড় হবে সারা বাংলাদেশের মানুষের বানিজ্যিক পয়েন্ট, এখানে পর্যটন এলাকা, শিল্প এলাকাসহ বিভিন্ন ধরনের বানিজ্যিক অবস্থান তৈরি হবে।
এ স্বপ্ন দেখছে নিম্ন আয়ের, মধ্যেম আয়ের, উচ্চ আয়ের, কৃষক, দিনমজুরসহ সকল শ্রেনী পেশার মানুষ।
শরীয়তপুরের মানুষের এ আনন্দ উচ্ছ্বাসের সাথে তাদের মনে একটি আশংকার জন্ম নিয়েছে। এজন্য যে জাতীয় সংসদে একনেকে শরীয়তপুরের ফোরলেন সড়কের বিল পাশ হওয়ার পরেও শরীয়তপুর থেকে পদ্মা সেতুতে যেতে ফোরলেন সংযোগ সড়কটির কাজ এখনো শুরু করতে পারেনি। তাই এ আশংকার সৃষ্টি হয়েছে।
শরীয়তপুরের মানুষের দাবি দ্রুত সময়ের মধ্যে ফোরলেন সড়কের কাজ শুরু করা হোক।
এবং দ্রুততার সাথে কাজ শেষ করার দাবিও করেন তারা, তানাহলে আমরা শরীয়তপুরবাসী পদ্মা সেতুর সুবিধা থেকে বঞ্চিত হবে বলেও জানান পদ্মা সেতু নিয়ে আশায় বুক বাঁধা কৃষক মোঃ হান্নান শেখসহ অনেকে।
২৫ জুন সকাল ১০টায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন ঘোষণা করবেন বলে জানান, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, এছাড়া তিনি আরো জানান উদ্বোধনের পরপরই পদ্মা বহুমুখী সেতু দিয়ে যান চলাচল শুরু হবে।
২৪ মে মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন সেতু মন্ত্রী।
পদ্মা বহুমুখী সেতুর শরীয়তপুর অংশে ফোরলেন সড়ক নির্মানে বিলম্ব কেনো? এমন প্রশ্নের জবাবে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদোয়ানুর রহমান জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের এলও শাখা, ফোরলেন সড়ক নির্মানের জন্য নির্ধারিত জমি অধিগ্রহন করে বুঝিয়ে দিতে বিলম্ব করায়, কাজ শুরু করা সম্ভব হচ্ছেনা।