নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উদ্যোগে পথশিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
গতকাল (২৪ মার্চ) বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় গোপালগঞ্জ সদর উপজেলা স্বপ্নের ঠিকানা আশ্রয়ন প্রকল্পে পথশিশু নিকেতন স্কুলের সামনে শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে সংগঠনের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ বলেন, বঙ্গবন্ধু ছোটবেলা থেকেই শিশু ও অসহায় মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। তিনি শিশুদের বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করার আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে সংগঠনের সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু বলেন, উপস্থিত মা-বোনদের শিশুদের শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজা, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. মোঃ মনির হোসেন, উপ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজীব মজুমদার রাজু, কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন কিরন,আবু জাফর, জাহাঙ্গীর হোসেন বাবর, সদস্য মির্জা মুর্শেদুল আলম মিলন, জামিল হোসেন, বিভাস বালা,সিরাজুল ইসলাম রাজ, টিপু সুলতান, গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক বিএম আলম সিদ্দিকী, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি নিউটন মোল্লা,স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুল ইসলাম আব্বাস, মহসিন শিকদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ পাল, সদর পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিতীশ রায়, সদর পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মানিক, স্বেচ্ছাসেবক লীগ নেতা দুলালসহ স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীবৃন্দ।