সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জ থানার নবাগত ওসি মোঃ মশিউর রহমান তালুকদারকে ফুলেল সংর্ধনা দিয়েছে পটুয়াখালী জেলা একতা সংগঠন নারায়নগঞ্জস্থ পক্ষ থেকে।গত মঙ্গলবার(১ ডিশেম্বর)রাতে পাইনাদী দক্ষিন পাড়া এলাকায় পটুয়াখালী জেলা একতা সংগঠনের আফিসে।
এই সময় ওসি মশিউর রহমান তালুকদার বলেন সংগঠন মানে সবাই সম্মিলিত ভাবে একযোগে কাজ করে যাবেন।এক জনের উপকারে এগিয়ে আসবে সমাজের ভালো দিক লক্ষ্যে করে কাজ করবেন।কেউ সংগঠনের সাথে থেকে মাদক ব্যবসা করলে ছাড় দেওয়া হবে না।কেউ অন্যায় তকদির নিয়ে যাবেন না।আমার সিদ্ধিরগঞ্জ থানায় কোন অন্যায় কাড়ী ছাড় নাই।
এই সময় ছিলেন, পটুয়াখালী জেলা একতা সংগঠন নারায়নগঞ্জস্থ এর উপদেষ্ঠা মোঃ মাসুদ রানা,সভাপতি মোঃ সাইফুল মৃধা,সহ-সভাপতি মোঃ শাহিন মিয়া,সিনিয়র সহ-সভাপতি,মোঃ খলিলুর রহমান,সাধারন সম্পাদক মোঃ আলাল খলিফা,যুগ্ন- সম্পাদক মোঃ নাছির বেপারী, যুগ্ন- সম্পাদক মোঃ শাহীন রাড়ী,সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জল হাওলাদার,দপ্তর সম্পাদক মোঃ শাহাদুল হোসেন,আর্থ সম্পাদক মোঃ নয়ন,প্রচার সম্পাদক মোঃ সবুজ মিয়া,সদস্য মোঃ কবির হোসেন,বিল্লাল খলিফা,মোঃ মাসুদ রানা,মোঃ মিজানুর বেপারী,মোঃ শাওনসহ এলাকার ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।