আবু আহাম্মেদ রিপন, পঞ্চগড়ঃ
আজ পঞ্চগড় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত হলো। করোনা সংক্রমনের কথা চিন্তা করে সীমিত পরিসরে স্বাস্থ্য বিধি মেনে বিকাল ৪.২০ ঘটিকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিকাল ৪.৪০ ঘটিকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সংগঠনটির নিজ দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, আবুল হাসনাত মোঃ সাইফুর রহমান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মোকলেছার রহমান রেজা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, কৃষিবিদ আবদুর সালাম, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক,মুহাম্মদ আরিফুর রহমান টিটু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডঃ আলী আবরার, কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য মোঃ তৈহিদুর রহমান সেলিম, রাজিবুল হাসান, অ্যাড. আয়মুল হাসান সুমন ও জাতীয় কমিটি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য, রবিউল ইসলাম সুর্য্য, আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, নজমুল হুদা শাহ এ্যাপোলো। এ ছাড়াও জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা ১৫ আগষ্টে বঙ্গবন্ধুকে হত্যাকারীদের সকলকে ধরে এনে রায় কার্যকর করার জোর দাবী জানান। এবং এখনো ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সংগঠনকে সু-সংগঠিত করার তাগিদ দেন।