পঞ্চগড় প্রতিনিধিঃ
❝তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলে মিশে❞ এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় জাতীয় ভোটার দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বোদা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার মো, শাহরিয়ার নজিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বোদা উপজেলা নির্বাচন অফিসার মো. তোকদির আলী প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি, বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, সুধীবৃন্দ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।