রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন দক্ষিণ বাড়ইপাড়া হাটাবো এলাকায় নয়টি সমাজের একটি কবরস্থান। গতকাল ১৪ মে শুক্রবার ঈদ-উল ফিতরের নামাজ শেষে নয়টি সমাজের প্রায় ৩ শতাধিক মানুষ একত্রিত হয়ে মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে উক্ত কবরস্থানের সভাপতি মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মনির হোসেন, মোঃ এমদাদুল হক মোল্লা, হাজী মোঃ মোস্তফা, মোহাম্মদ শামিন মাস্টার, মোঃ খোকন মিয়া, মোতোয়ালি, সোহেল কবির, মোঃ সৈকত হোসেন, মাহবুবুর রহমান রনি প্রমুখ।
পরে মৃত ব্যক্তিদের বিদায়ী আত্মার মাগফিরতের দোয়া ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।