জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ,সাটুরিয়া প্রতিনিধি।
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা সদর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ঢাকার ধামরাই উপজেলার রামরাবন গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া গাজী খালী নদীতে অনুষ্ঠিত হয় নৌকা বাইচ প্রতিযোগিতা।রামরাবন গ্রামের ১০০% লোকই হিন্দু সম্প্রদায়ের হওয়ায় বিশেষ করে এদের মনসা পূজা উদযাপনের সময় এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। তবে হিন্দু সম্প্রদায়ের পূজার সময় নৌকা বাইচ হলেও সকল শ্রেণীর মানুষই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে আসে। কয়েক বছরের দীর্ঘ বিরতির পর পানির দেখা মেলে গাজী খালী নদীতে। কয়েক জন বয়স্ক লোকের সাথে কথা বলে জানা যায় অতীতে এই নদীতে শত শত লম্বা লম্বা বাইচের নৌকা আসতো নৌকা বাইচ প্রতিযোগিতায়। গানের তালে তালে নেচে গেয়ে এক নৌকার সাথে আর এক নৌকার পাল্লা হতো। সেই দিন আজ কোথায় গেল বলেই দীর্ঘ শ্বাস ফেলে বয়স্ক লোকগুলো। বাইচের প্রতিযোগিতায় জয়ী হয়ে বাড়িতে চলতো খাওয়া দাওয়া ও অনুষ্ঠান। বিজয়ীদের জন্য ব্যবস্থা থাকতো সুন্দর সুন্দর দামী পুরস্কার । আর এজন্যই হিন্দু সম্প্রদায়ের সংস্কৃতি হলেও পুরস্কার পাওয়ার আশায় সবাই অংশ নিতো। এবছর নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে আসে হাজার হাজার মানুষ। কিন্তু বড় কোন নৌকা আসেনি। চোখে পড়ে ছোট ছোট অল্পকিছু নৌকা। মূলত এগুলো বাইচের নৌকা না হলেও দর্শকদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছে। সন্ধ্যার আগে আগে শেষ হয়ে যায় নৌকা বাইচ। হতাশা রয়ে যায় প্রবীন মানুষদের মনে। তবে নতুন প্রজন্মের কাছে আনন্দ ও উৎসাহের ছিল এই নৌকা বাইচ। আগামীতে আরো ভালো নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এই আশা ব্যক্ত করেছেন প্রবীন ও নতুন প্রজন্মের সকলে।