অনুপ সিংহ,নোয়াখালী:
১৪ই ফেব্রুয়ারি চতুর্থ ধাপে সোনাইমুড়ী পৌর নির্বাচন, নির্বাচনকে সামনে রেখে ব্যাস্ততম সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। প্রতিনিয়ত আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ভিপি নুরুল হক চৌধুরী নৌকার প্রচার প্রচারণা চালাচ্ছেন দলীয় নেতাকর্মীদের নিয়ে।
ধারাবাহিক প্রচারণায় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় থেকে শুরু করে উপজেলা পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে সোনাইমুড়ীতে নৌকা মনোনীত প্রার্থীর জন্য ভোট চেয়ে বিশাল গণসংযোগ করেন জেলা ও কেন্দ্রীয় আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।
এসময় উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য,দৈনিক বাংলার সম্পাদক মোঃ নিজাম উদ্দিন জিটু,
সাবেক কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য বেলাল হোসেন, মনজুরুল আলম শাহীন, হামিদুর রহমান পবন, উপ পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটোয়ারী, কার্যনির্বাহী সদস্য ইন্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল,কেন্দ্রীয় সদস্য মোজাম্মেল হোসেন মিশু,নুরুল করিম জুয়েল, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, জেলা যুবলীগের সদস্য মোঃ আবু সায়েম, সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুমিনুল ইসলাম বাকের,উপজেলা ভাইরাস চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন সুজন, উপজেলা যুবলীগের আহ্বায়ক খলিলুর রহমানসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দু।
পরে পথসভায় বক্তারা, আওয়ামীলীগের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে ১৪ তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে নুরুল হক চৌধুরীকে জয়যুক্ত করার আহ্বান জানান।