অনুপ সিংহ,নোয়াখালীঃ
নোয়াখালী সোনাইমুড়ী গদাধর কুণ্ড দিঘীরপাড়সহ নোয়াখালীর বিভিন্ন মন্দিরে কালী পূজার আয়োজন করা হয়।৫শত বছরের পুরনো নোয়াখালীর সোনাইমুড়ী ঐতিহাসিক তীর্থস্থান শ্রী শ্রী গদাধর কুন্ড দীঘিরপার লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের শনিবার রাতে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী শ্যামা পূজা বা দীপাবলীতে পূজারী গন পূজোতে অংশগ্রহণ করেছে,
হিন্দু পুরাণ মতে দেবী দুর্গারই একটি শক্তি কালী, সংস্কৃত ভাষার কাল শব্দ থেকে কালী নামের উৎপত্তি, কালী পূজা হচ্ছে শক্তির পূজা জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের মধ্যে রয়েছে কালী পূজার মাহাত্ম্য, কালী দেবী ভক্তদের কাছে শ্যামা , অদ্য মা , তারা মা, চামুন্ডি, ভদ্রকালী, দেবী মহাশয়া সহ বিভিন্ন নামে পরিচিত।
সনাতন ধর্মাবলম্বীদের কাছে শ্যামা হচ্ছে শক্তির প্রতীক, তারা বিশ্বাস করেন সব অন্ধকার দূর করে শ্যামা মা জগতের সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করেন,
আর দীপাবলির অর্থ আলোর উৎসব এ উৎসব অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয় ঘোষণা করেন।