অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে গত(২২ সেপ্টেম্বর) দৈনিক “সংবাদ সংলাপ”পত্রিকায় সোনাইমুড়ীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ভাবে বালু উত্তোলন” শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশ করায় মিথ্যা মামলা দিয়ে সাংবাদিক সেলিমকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার বিকেল ৪ টার দিকে সোনাইমুড়ী প্রেসক্লাবের সামনে উক্ত মানব বন্ধনে সাধারণ সম্পাদক বেলাল হোসাইন ভুঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি খোরশেদ আলম, সাবেক সভাপতি শামসুল আরেফিন জাফর, উপজেলা প্রেসক্লাব সভাপতি খোরশেদ আলম শিকদার, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রবিউল ফয়সাল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন,অর্থ সম্পাদক ফজলুল হক, দপ্তর সম্পাদক টি এ সেলিম, প্রচার সম্পাদক অনুপ সিংহ, সাংবাদিক মামুনুর রশীদ, এ বি এম সিদ্দিক, হোসাইন মাহমুদ, মামুনুর রশিদ, গোলজার হানিফ, মাহবুব, মোহাম্মদ উল্যাহ্ধসঢ়;,মোরশেদ আলম প্রমুখ।
এছাড়াও মানববন্ধনে সংহতি প্রকাশ করেন সোনাইমুড়ী উপজেলা যুবলীগ আহবায়ক খলিলুর রহমান, যুগ্ন আহবায়ক তৌহিদ হাজারীসহ আরো অনেকে।
সাংবাদিকগণ মানববন্ধনে বলেন, দেশ ও জাতীর কল্যাণে সাংবাদিকরা কলম সৈনিক হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন। পেশাগত দ্বায়িত্ব পালন করতে গিয়ে সারাদেশে বহু সাংবাদিক মামলা হামলা ও বিভিন্ন ধরনের হয়রানির স্বীকার হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় বালু খেকোদের রোষানলে পড়তে হয়েছে সাংবাদিক সেলিমকে। বক্তারা এই হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। উল্লেখ্য উক্ত সংবাদ প্রকাশের পর সোনাইমুড়ী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অংগ্য জাই মারমা অভিযান চালিয়ে বালু উত্তোলন বদ্ধ করে দেয়। এরপর পুনরায় চৌকিদার সোলাইমানের ছেলে আব্দুল্লাহ বালু উত্তোলন চালিয়ে যায়। এরই জের ধরে মঙ্গলবার চাদাঁবাজির অভিযোগ এনে রাত ৩ টায় সাংবাদিক সেলিমকে পুলিশ আটক করে।