রাজিবুল হাসান,নীলফামারী থেকে ফিরে♦
নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ১৫ আগস্ট স্মরণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
গতকাল (৩১ আগস্ট) বুধবার বিকেলে নীলফামারী সদর এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শহীদদের স্মরণে অসহায়দের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় এলাকার অসহায়দের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার, বাই সাইকেল, রিকশা, ভ্যান, ফুটবল, হারমোনিয়ামসহ ইত্যাদি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সহায়তা প্রদান করেন, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এমপি।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ,নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.মমতাজুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি কৃষিবিদ আবদুস সালাম , সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান টিটু, কার্যনির্বাহী সদস্য রাজিবুল হাসান, সভাপতিত্ব করেন নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মুহাম্মাদ কামরুজ্জামান কামরুল , সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দীপক চন্দ্র চক্রবর্তী ।
আরও উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা আওয়ামী লীগ সহ নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।