নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
দূর্ঘনায় নিহত শ্রমিক নয়ন (৩৫) পরিবারের পাশে নগদ অর্থ সহায়তা নিয়ে দাড়ালেন প্রয়াত এমপি নাসিম ওসমান পুত্র আজমেরি ওসমান। ১১ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানা এলাকায় নিহত নয়নের স্ত্রী বিউটি আক্তারের হাতে নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা তুলে দেন আজমেরি ওসমানের পক্ষে আল আমিন। এসময় নিহত নয়নের বাবা হাজী ইদ্রিস আলী মাতবর উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জের ১০নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আমির হোসেন।
উল্লেখ্য, নয়ন নারায়ণগঞ্জ শহরের খানপুর বরফকল এলাকার প্রাইম জিন্স কালচার লিমিটেডে শ্রমিক হিসেবে কাজ করতো। গত ৪ মার্চ কারখানা অভ্যান্তরে একটি দূর্ঘটনায় নয়ন নিহত হয়।