শেখ সাখাওয়াত হোসেন,পাবনা:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া বাজারের বকুলতলায় অবস্থিত সুনামধন্য প্রতিষ্ঠান সুমন ভিডিও মোবাইলঃ (০১৭৫১-৪১৯১৩৭, ০১৭৬৮-৬৬৭৫৯০)। দীর্ঘদিন যাবৎ বিয়ে, সুন্নতে খাৎনা, ঈদ পরবর্তী বা ঈদ পুনর্মিলনী, পিকনিক, জালছা, যেকোন টুর্নামেন্টের খেলার ভিডিও, শিক্ষা প্রতিষ্ঠানের নবীন বরণ, শিক্ষা সফর, সাংস্কৃতিক অনুষ্ঠানের যাবতীয় ভিডিও করার নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে ভাঙ্গুড়া বাজারের বকুলতলায় অবস্থিত সুমন ভিডিও। সুমন ভিডিও এর স্বত্বাধিকারী সুমন জানান, আমি ৯ থেকে ১০ বৎসর যাবৎ ভিডিওর কাজের সাথে সম্পৃক্ত হয়ে বিয়ে, জালসা, সুন্নতে খাৎনা,বাসর ঘর সাজানোর অর্ডার নেয়া, পিকনিক, সাংস্কৃতিক অনুষ্ঠান, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নবীনবরণ, শিক্ষা সফরসহ যাবতীয় অনুষ্ঠানের ভিডিও করে থাকি। উপজেলা পর্যায়ে অভিজ্ঞ ও ভালো মানের ভিডিও ধারণকারী প্রতিষ্ঠান বা ব্যক্তির সংখ্যা খুবই কম। যার কারণে যে কোনো অনুষ্ঠানেই মানুষ জেলা শহর থেকে ভিডিও ভাড়া করে নিয়ে আসেন। দীর্ঘ ৯ থেকে ১০ বছরের অভিজ্ঞতা এবং সুনামের সহিত ভিডিও ধারণ করায় ভাঙ্গুড়ায় অন্যতম সেরা ভিডিও প্রতিষ্ঠান হিসেবে পরিনত হয়েছে সুমন ভিডিও। পৌরসভার মসজিদ পাড়া এলাকার বাসিন্দা সালমান কবির জানান, প্রত্যেকটি পরিবারেই কোনো না কোনো সময়ে অনুষ্ঠান হয়ে থাকে। আর ঠিক সেই সময় প্রয়োজন হয় ভিডিও ধারন করার সাথে সংশ্লিষ্টদের। আমাদের ভাঙ্গুড়া বাজারের বকুলতলায় অবস্থিত সুমন ভিডিওর বিভিন্ন ভিডিও আমি দেখেছি যেখানে ৯ থেকে ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি সুমন 4K ক্যামেরা দ্বারা ভিডিও এবং ডিএসএলআর (DSLR) ক্যামেরা দ্বারা ছবি তুলে থাকেন। শীত পড়তে শুরু করেছে তাই বিয়েসহ যেকোন অনুষ্ঠানের ভিডিও আরো বাড়বে বলে ধারনা করছেন সংশ্লিষ্ট সবাই।