হারানো বিজ্ঞপ্তি♦♦
নিখোঁজের ১০ দিনেও সন্ধান মিলেনি দক্ষিন কেরানীগঞ্জ থানার খেঁজুরবাগের মোহাম্মদ জাহিদ হাসানের (১১)। জিডি সূত্রে জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জ থানার খেঁজুরবাগ,বর্তমান তেলঘাট বাদশা শেখের বাড়ির ভাড়াটিয়া আব্দুর রর এর ছেলে মোহাম্মদ জাহিদ হাসান (১১)।
গত ৪ মে বেলা আনুমানিক ১টা ৩০ মিনিটে বাসা হইতে বাবার জন্য দুপুরের খাবার নিয়ে নাগরমহল সাকিনের মুসলিম টাওয়ারের বি-বাড়িয়া সুইং নামক দোকানে যায়।
সেখান থেকে আনুমানিক দুপুর ২টা ৪৫ মিনিটে বাসায় আসার উদ্দেশ্যে বের হয়ে বাসায় ফেরত না আসায় বিভিন্ন স্থানে খোঁজা খুজির পর ৫/৫/২০২৪ তারিখে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ ব্যাপারে একটি সাধারন ডায়েরী নথিভূক্ত করেন। জাহিদ হাসানের মা জান্নাতুল ফেরদৌস। জিডি নং- ২৯০।ছেলেটির উচ্চতা ৫ফুট,গায়ের রং শ্যমলা,মুখমন্ডল গোলাকার,পরনে ছিল কালো গেঞ্জি, কালো প্যান্ট।
যদি কোন ব্যাক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন তাহলে নিন্ম ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন জাহিদ হাসানের মা জান্নাতুল ফেরদৌস।
জান্নাতুল ফেরদৌস, স্বামী আব্দুল রব, খেঁজুরবাগ, বর্তমান তেলঘাট বাদশা শেখের বাড়ির ভাড়াটিয়া, থানা দক্ষিণ কেরানীগঞ্জ, জিলা ঢাকা। মোবাইল নম্বর ০১৩০৯৭৫৪৫১৭।