স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জের হাইওয়ে সার্কেল জোনের অতিরিক্ত পুলিশ সুপার জিসানুল হক সুনামের সাথে বদলির বার্তা গ্রহণ করেন। জানাগছে, (গত ২২/৫/২০) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ত্রলাকায় পরিবহণ শ্রমিকরা ত্রাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় তাৎক্ষনিক ভাবে হাইওয়ে সার্কেল এত্রসপি ও নারায়ণগঞ্জ জেলার ডিসি জসিম উদ্দিন মহোদয় তাদের আশ্বাস প্রদান করে। পরিবহণ শ্রমিকদের জন্য ত্রাণের ব্যবস্থা গ্রহণ করেন তারা। এধরনের আশ্বাস প্রদান কালে গাড়ির ড্রাইভার-হেলপার সকল শ্রমিকরা মহাসড়ক থেকে তাদের অবরোধ প্রত্যাহার করেন।
ইতিপূর্বে, মহাসড়ক হতে তেল চোর চক্রের প্রধান হোতা গ্রেফতার করাসহ করোনা ভাইরাস মোকাবেলায় লকডাউন বাস্তবায়নে। সর্বদা মহাসড়কে উপস্থিত থেকে ব্যাপক আকাড়ে সাহসী ভুমিকা পালন করেন তিনি। এছাড়াও, মহাসড়কে যান চলাচলের সময় বিভিন্ন সময়ে তার দায়িত্বক্রমে মাদক ও পরিবহন চাঁদাবাজদের গ্রেফতার করে তার নির্দেশক্রমে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।
সংশ্লিষ্টদের মতে জানাগেছে, নারায়ণগঞ্জ সার্কেল জোনের এত্রসপি জিসানুল হকের দায়িত্ব থাকা কালিন সময়ে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আইনি তৎপরতা ব্যাপক সুষ্ঠ ছিলো। সে ক্ষেত্রে পরিবহন ব্যবসায়ী মালিক ও শ্রমিকরাও অনেক অংশে শান্তি প্রিয়ভাবে কাজের দিক থেকে সস্তিবোধ করেছেন। তিনি সততা ও নির্ভীক ভাবে মহাসড়কে দায়িত্ব পালন করেছেন। যেমন তাদের পুলিশ ¯েøাগানে বলা হচ্ছে “পুলিশ জনতা,জনতাই পুলিশ” তিনি সেটি প্রতিটি অংশে প্রমান করে দিয়েছেন। যার কারণে তিনি হাইওয়ে জোনে সল্প সময় হলেও, ব্যাপক ভাবে সুনাম অর্জন করেছেন প্রতিটি অংশে। আরো জানাগেছে, তারাবো বিশ্বরোড তার অস্থায়ী সার্কেল অফিস কার্যলয়ে, পরিবহন ব্যবসায়ীদের মামলা ভাঙ্গানোর কাজে তার দায়িত্ব ছিলো অটুট। যার কারণে ব্যবসায়ীদের কষ্টসাধ্য পোহাতে হয়নি কখনও। সরকারী কাজে সঠিকতা অবলম্বন করে, জনগণের কথা ভেবে তাদের কাজে লিপ্ত রয়েছেন সর্ব সময়ে।
গতকাল এত্রসপি জিসানুল হক সাংবাদিকদের জানান, আমার দায়িত্ব যতটুকু ছিলো, ততটুকু দায়িত্ব সার্বক্ষানিক ভাবে পালন করার চেষ্টা করেছি। মহাসড়কে পরিবহন খাতে যত প্রকার অনিয়ম ছিলো, চেষ্টা করেছি নিয়মের ভিতরে নেওয়ার। সড়কপথে ব্যাপক আকাড়ে অবৈধ মাদক ব্যবসায়ী, তেল চোর ও চাঁদাবাজদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা গ্রহণ করেছি। এবং আমি থাকা কালিন সময়ে আগের তুলনায় সড়ক দুর্ঘটনাও অনেক অংশে কম ছিলো । কারণ সড়কের শৃঙ্খলার জন্য, আমার কাঁচপুর হাইওয়ে পুলিশকে সর্ব সময়ে দিক নির্দেশনা দিয়ে। সঠিকতা বজায় রাখার চেষ্টা করেছি। এবং আমিও সড়কে সময় অসময়ে নেমে পড়েছি।
তিনি আরও জানান, এই মহামারি করোনা ভাইরাস সংক্রমন ‘কোভিড-১৯, ব্যাধি উপলক্ষে আমাদের সাথে ঝুঁকি নিয়ে। গণমাধ্যম কর্মীরাও ব্যাপক ভাবে সমাজের লক্ষে কাজ করেছেন। সে ক্ষেত্রে বিদায় মুহুর্তে সকল গণমাধ্যম কর্মীদেরকে ভালোবাসা জানিয়ে দিবায় জানিয়েছেন তিনি। আরও জানান, আমি সুনামের সাথে দায়িত্ব পালনে, বদলিও হয়েছি সুনামের সাথে। এখন আমার বদলি হয়েছে ঢাকা ‘সিআইডি, হেড কোয়ার্টারে বিষয়টি নিশ্চত করেছেন। সে ক্ষেত্রে সকল নারায়ণগঞ্জবাসী ও সকল গণমাধ্যম কর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন এত্রসপি জিসানুল হক।