সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক বিভাগের ১১ জন ট্রাফিক ইন্সপেক্টর ও সার্জেন্টরা ফেব্রুয়ারি মাসে ১৬৯২ টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলায় জরিমানার পরিমান দাঁড়িয়েছে ৫৪ লাখ পঁচাশি হাজার টাকা। ফেব্রুয়ারি মাস ৪৮ লাখ চৌষট্টি হাজার টাকা আদায় করা হয়েছে ১৪৮১ যানবাহন থেকে।২১১ টি যানবাহন মামলার জরিমানা আদায় নির্দিষ্ট সময়ে করে নাই।নারায়নগঞ্জ ট্রাফিক বিভাগের সার্জেন্ট শোভন জানান। নারায়নগঞ্জ এস.পি মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় জেলা ট্রাফিক বিভাগের টিআই প্রশাসন এ.এস.এম কামরুল ইসলাম বেগ এর সঠিক পথ পরিক্রমায় জেলা ট্রাফিক বিভাগ অত্যন্ত গতিশীল ও দ্রæতগামী ভাবে কাজ করছে।নারায়ণগঞ্জ জেলায় ১১ জন ট্রাফিক ইন্সপেক্টর ও সার্জেন্টরা তাদের কর্মদক্ষতায় সড়ক ও মহাসড়কে প্রতি মাসে যানবাহনের ড্রাইভার কাগজপত্রে ত্রæটিহীন ১২৮ লাইসেন্স বিহীন, হেলমেট না থাকা ৯৮০টি,বাকি ৫৮৪টি গাড়ি রং পার্কিং, সিগন্যাল অমান্যসহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করে যাচ্ছেন যানবাহনের বিরুদ্ধে।
এদিকে চিটাগাং রোড ও সাইনবোর্ড ট্রাফিক ইন্সপেক্টর টিআই আব্দুল করিম ও ট্রাফিক ইন্সপেক্টর টিআই ফারুক বলেন, টিআই প্রশাসন কামরুল ইসলাম বেগ এর সঠিক দিক নির্দেশনায় অত্যন্ত সুচারুভাবে আমরা কাজ করে যাচ্ছি। টিআই প্রশাসন কামরুল ইসলাম বেগ এর কঠোর ও সুদক্ষ পরিচালনা এবং অবস্থানের কারণে সংখ্যাবিহীন প্রতি মাসে মামলা বৃদ্ধি পাচ্ছে।যানবাহনের জরিমানা ও জরিমানার টাকা সময়মত আদায়ের হচ্ছে।
এ সর্ম্পকে জেলা ট্রাফিক বিভাগের টি আই প্রশাসন এ,এস.এম, কামরুল ইসলাম বলেন,নারায়নগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম(বার) এর সঠিক দিক নির্দেশনায় ট্রাফিক বিভাগকে সুদক্ষ ও কর্মঠ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ট্রাফিক বিভাগে লোকবল অপেক্ষাকৃত কম থাকার কারণে আমরা মামলা ও জরিমানা একটু কম হচ্ছে কিন্তু নারায়নগঞ্জ ট্রাফিক বিভাগ গত মাসে সর্বোচ্চ জরিমানা ও আদায় করতে সক্ষম হয়েছে। আমরা ত্রæটিপূর্ন যানবাহনকে মহাসড়কে উঠলে জরিমানা ও মামলা দেওয়া হচ্ছে প্রতি মাসে সংখ্যা বাড়ানো হবে বলেও তিনি জানান।