সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সভাপতি হযরত মাওলানা দ্বীন ইসলাম সাহেবের নেতৃত্বে অসহায় গরীব দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। গতকাল (১ মে) রবিবার নাসিক ১নং ওয়ার্ডে পাইনাদি মাদ্রাসা প্রাঙ্গণে বাদ জোহর ঈদ সামগ্রী – ২ কেজি আলু ২ কেজি পেঁয়াজ ২কেজি ২ কেজি চাউল ২ কেজি নুডুলস ২টি সাবান ১টি করে মুরগি বিতরণ করা হয়। এ সময় অন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সভাপতি নূর হোসেন ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মাওলানা শামসুজ্জামান। আদ-দ্বীন ইসলাহী পাঠাগারের তত্ত্বাবধায়ক এইচ এম আমিনুল এহসান আবরারী প্রমুখ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।