নারায়ণগঞ্জ প্রতিনিধি◊◊
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো.জাহেদ পারভেজ চৌধুরীকে বদলী জনিত উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
গতকাল (২৯ নভেম্বর) মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদায়ী অতিথিকে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিদায়ী পদন্নোতিপ্রাপ্ত চৌকস পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশের আইকন জাহেদ পারভেজ চৌধুরী সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে বদলীর আদেশ হয়েছে। এবং আগামী ডিসেম্বর মাসের ২০২২ সালের প্রথম সপ্তাহের শেষ দিকে যোগদান করার কথা রয়েছে।